ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

“বিজিএমইএ কাপ- ২০২০” এর চ্যাম্পিয়ন বান্দো ডিজাইন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত “বিজিএমইএ কাপ -২০২০”এর ফাইনালে লায়লা গ্রুপের লায়লা স্টাইল লিঃ কে ৪-০ গোলে পরাজিত করে বান্দো ডিজাইন লিমিটেড তৃতীয়বারের জয় পেল এবং বিজিএমইএ কাপ ২০২০ ট্রফি ঘরে তুলে নিল।

বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম, বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম (পারভেজ), বিজিএমইএ’র সাবেক সভাপতি ও এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন), সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ, সহ-সভাপতি (অর্থ) এম.এ. রহিম (ফিরোজ), সহ-সভাপতি আরশাদ জামাল (দিপু), বিজিএমইএ’র পরিচালকবৃন্দ, বিইউএফটি এর ট্রাষ্টি বোর্ড এর চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক, বিজিএমইএ’র স্ট্যান্ডিং কমিটি অন স্পোর্টস এর চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

ফাইনাল ম্যাচে বান্দো ডিজাইনের ইমরান ম্যান অব দ্যা ফাইনাল হন। টুর্নামেন্টের সেরা খেলোয়ার হিসেবে বান্দো ডিজাইন লিমিটেডের শাকিল এবং এসআইএসএফ  এর আদনান টপ স্কোরার হিসেবে পুরস্কৃত হন, যিনি সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও গ্রহন করেন।

উল্লেখ্য যে, গত ৩০ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি’২০ উত্তরাস্থ ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ এর  অ্যাস্ট্রো-টার্ফ মাঠে ‘5th BGMEA CUP Football Tournament’ এর খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে ১৬ দল ৪ (চার) গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহন করে। চ্যাম্পিয়ানসহ ৫টি দলকে পুরষ্কার দেয়া হয়।

অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে এপিলিয়ন গ্রুপ (চ্যাম্পিয়ান ২০১৯), বান্দো ডিজাইন লিমিটেড (রানার-আপ ২০১৯), ইউথ গ্রুপের কমফিট কম্পোজিট নীট লিমিটেড , সেলফ ইনোভেটিভ ফ্যাশনস্ লিমিটেড, ইউনূস গ্রুপ,  ফরটিস গ্রুপ, অ্যাপারেল ইন্ডাষ্ট্রি লিমিটেড, মাষ্ক গ্রুপ, অ্যাপারেল ভিলেজ লিমিটেড, মেহনাজ স্টাইল এন্ড ক্রাফ্ট, এ্যাস্পায়ার গার্মেন্টস্, লায়লা স্টাইলস লিমিটেড,  ষ্টারলিং গ্রুপ, আলি গার্মেন্টস, তুসুকা গ্রুপ ও  টর্ক ফ্যাশনস লিমিটেড। 

টূর্নামেন্ট আয়োজনে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ ভেন্যু পার্টনার হিসেবে এবং নাগরিক টিভি মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা প্রদান করেছে। এছাড়াও টূর্নামেন্ট আয়োজনের সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো- বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশনস এন্ড টেকনলজি (বিউএফটি), সেইলর বাই এপিলিয়ন ও ডিবিএল সিরামিকস্, তুসুকা গ্রুপ, অনন্ত গ্রুপ । 

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি